‘ফোর এশিয়ান টাইগারের’ অন্যতম সদস্য হল সিঙ্গাপুর। সিঙ্গাপুরের অর্থনৈতিক অবকাঠামো সমগ্র এশিয়া জুড়েই ঈর্ষণীয়। আর  অর্থনৈতিক সমৃদ্ধির জন্যই দক্ষিণ এশিয়ায় তারা অন্যতম পর্যটন কেন্দ্র পরিণত হয়েছে। আর তাই এই ব্লগে আলোচনা করা হবে সিঙ্গাপুরের ট্যুরিস্ট ভিসা নিয়ে যাবতীয় তথ্য।

সিঙ্গাপুরের ট্যুরিস্ট ভিসার কিছু বৈশিষ্ট্য:

  • সিঙ্গাপুরের ভিসার প্রসেসিং টাইম সাধারণত সাত কার্যদিবসে সম্পন্ন হয়।
  • ভিসাটি মূলত ৩৫ দিনের জন্য বৈধ থাকে।
  • সিঙ্গাপুরের ট্যুরিস্ট ভিসা দিয়ে আপনি সর্বোচ্চ ৩০ দিন সেখানে অবস্থান করতে পারবেন।

সিঙ্গাপুরের ট্যুরিস্ট ভিসায় প্রয়োজনীয় দলিলপত্র:

১. প্রথমেই আপনার যা লাগবে তা হল, পাসপোর্টে নূন্যতম মেয়াদ সহ অন্ততপক্ষে দুইটি পৃষ্ঠা বিদ্যমান।

২. সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। এই ছবিগুলো যেনো  ৩ মাসের অধিক পুরাতন না হয়।

৩. একটি কভার লেটার যার মধ্যে ভ্রমণের উদ্দেশ্য যথাযথ ভাবে উল্লেখ থাকবে। এখানে ভিসার আবেদনকারী যদি একজন চাকরীজীবি হন তবে অবশ্যই তার কম্পনিকে তার জন্য একটি লেটার হেড দিতে হবে। সেল্ফ এম্প্লয়েড বা স্বনির্ভর ভিসা প্রার্থীদের ক্ষেত্রে একটি সাধারণ কাগজেই লেটার হেড দেয়া যাবে।

৪. বিগত তিন মাসের ব্যাংক একাউন্ট স্ট্যাটমেন্ট।

৫. ইনভাইটেশন লেটার দরকার হবে যদি সিঙ্গাপুরে আপনার আত্নীয় বা বন্ধু-বান্ধব থাকে। এটি ব্যাবসায়িক উদ্দেশ্যতেও (Business Trip) দেয়া হয়ে থাকে।

৬. ছাত্র-ছাত্রীদের জন্য তাদের স্কুল-কলেজ বা ইউনিভার্সিটির আইডি কার্ড।

৭. শিশুদের জন্য সাধারণত জম্ম নিবন্ধন চাওয়া হয়ে থাকে।

৮. ফ্লাইট টিকিট।

৯. হোটেল রিজার্ভেশনের প্রমাণপত্র।

বি:দ্র: উপরে উল্লেখিত দলিপত্র ছাড়াও কন্সুলার অফিসার আরও অতিরিক্ত কাগজপত্র চাইতে পারে, যা পুরোপুরি তাদের চাহিদার উপর নির্ভর করে।

ভিসার খরচ কোন পূর্ব নোটিশ ছাড়াই বেড়ে যেতে পারে।

আপনি যদি খুব সহজেই সিঙ্গাপুরের ভিসা করতে চান, তবে ট্যুরন্তের সহায়তা নিতে পারেন। ট্যুরন্তের মাধ্যমে সিঙ্গাপুরের ভিসা প্রসেসিং করলে আপনি যে সবিধাগুলো পাবেন তার মধ্যে অন্যতম হল:

  • অভিজ্ঞ লোক দ্বারা দ্রুত ভিসা প্রসেসিং
  • বাসায় বসে ভিসা প্রসেসিং এর সুবধা
  • এবং সাধ্যের মধ্যে ঝামেলামুক্ত ভাবে ভিসা প্রসেসিং এর সুযোগ।

যদি ট্যুরন্তের মাধ্যমে আপনি যদি সিঙ্গাপুরের ভিসা প্রসেসিং করেন, তবে আপনার খরচ পরবে ৫০০০/-

ভিসা প্রসেসিং বা এ সংক্রান্ত ব্যাপারের জন্য ফোন করুন : 01511082947, 01877724798, 01877724796 নাম্বারে।

ভিসা প্রসেসিং সরাসরি করতে চাইলে আমাদে ঠিকানা: আমাদের অফিস: স্যুট – 204, 64-68, ইস্টার্ন কমার্শিয়াল কমপ্লেক্স, কমলাপুর, মতিঝিল – ১০০০