মালেশিয়ার ট্যুরিস্ট ইভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদি:

১. একটি ভ্যালিড ইমেইল এড্রেস যার মাধ্যমে আপনাকে ভিসা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হবে।

২. সদ্য তোলা দুই কপি মালেশিয়ার ভিসার ফর্ম অবশ্যই পূরণ করা থাকতে হবে।
৩. কমপক্ষে ৬ মাস মেয়াদ সহ এবং ২টি খালি পৃষ্ঠার পাসপোর্ট।
৪. দুই কপি পাসপোর্ট সাইজ ছবি সাইজ (৩৫x৫০)
৫. পেশার নথিপত্র:

  1. চাকরীজীবি হলে নো অবজেকশন সার্টিফিকেট বা NOC দরকার হবে।
  2. অফিস আইডি/ ভিসিটিং কার্ড।
  3. আবেদনকারী যদি একজন ডাক্তার হন তবে বিএমডিসির সার্টিফিকেট বা কর্তব্যরত হাসপাতালের এন ও সি (NOC)  লেটার
  4. আবেদনকারী যদি উকিল হন তবে বার কাউন্সিলের সার্টিফিকেট বা ল ফার্মের চিঠিপত্র
  5. ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে তাদের স্কুল-কলেজ, ইউনিভার্সিটির রেকম্যান্ডেশন লেটার অথবা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার প্রমাণ দেখাতে হবে
  6. চাকরীজীবি হলে স্যালারি অ্যাকাউন্টের ব্যাংক স্ট্যাটমেন্ট, যদি তা না থাকে তবে শুধু সেই ক্ষেত্রেই পে স্লিপ বা স্যালারি সার্টিফিকেটের প্রয়োজন হবে। যদি সার্ভিস হোল্ডার হন তবে ব্যাংক এর সলভেন্সি রিপোর্ট লাগবে।
  7. ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স লাগবে। ট্রেড লাইসেন্সটি যদি বাংলায় হয়ে থাকে, তবে তা অনূদিত করে নোটারী করে দিতে হবে। প্রোপ্রায়েটরশিপের ব্যবসার ক্ষেত্রে এবং ব্যবসার নাম যদি ট্রেড লাইসেন্সে উল্লেখ না থাকে তবে লিমিটেড কম্পানির আনুচ্ছেদ অনুযায়ী স্মারকলিপি জমা দিতে হবে।

৬. জম্ম নিবন্ধন, ম্যারেজ সার্টিফিকেট, স্বামী বা স্ত্রীর ডেথ সার্টিফিকেট প্রয়োজন হলে প্রদান করতে হবে।
৭. ভিসার আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করতে হবে এবং এর মধ্যে আবেদনকারীর স্বাক্ষর থাকা আবশ্যক।
৮. পারপাস লেটার বা ভ্রমণের উদ্দেশ্য দিতে হবে এবং লেটার অব পারপাসে ভ্রমণ পথ বা ভ্রমণ বৃত্তান্ত থাকা বঞ্ছনীয়।
৯. রাউন্ড ট্রিপ ফ্লাইটের টিকিট
১০. মালেশিয়ার হোটেল বা রিসোর্টের রিজারভেশন প্রমাণ।
১১. মালেশিয়ার ভিসার বৈধতা ৯০ দিন পর্যন্ত থাকে এবং আপনি ট্যুরিস্ট সিঙ্গেল ভিসায় আপনি সর্বোচ্চ ৩০ (ত্রিশ) দিন পর্যন্ত থাকতে পারবেন।
১২. ভিসা প্রসেসিং এ ৭-১০ কার্যদিবস পর্যন্ত হতে পারে। সর্বোচ্চ দুই সপ্তাহ সময় লাগতে পারে।

বি: দ্র: যেকোন দলিল বা ডকুমেন্ট বাংলা হলে তা ইংরেজীতে অনূদিত করে নোটারী করে দিতে হবে।

যদি ব্যস্ততা ও সময়ের সল্পতার জন্য যদি মালেশিয়ার ভিসা প্রস্তুত করার সময় আপনি কোন প্রকার অসুবিধার মুখোমুখি হন, তবে আপনি তা করিয়ে নিতে পারেন ট্যুরন্তের মাধ্যমে। ট্যুরন্তের মাধ্যমে মালেশিয়ার ভিসা প্রসেসিং এর সুবিধাগুলো হল:

  • অভিজ্ঞ লোক দ্বারা দ্রুত ভিসা প্রসেসিং
  • বাসায় বসে ভিসা প্রসেসিং এর সুবধা
  • এবং সাধ্যের মধ্যে ঝামেলামুক্ত ভাবে ভিসা প্রসেসিং এর সুযোগ

মালেশিয়ার ভিসা প্রসেসিং ট্যুরন্তের মাধ্যমে করলে আপনার খরচ হবে ৪৯৯৯  টাকা।
ঠিকানা: আমাদের অফিস: স্যুট – 204, 64-68, ইস্টার্ন কমার্শিয়াল কমপ্লেক্স, কমলাপুর, মতিঝিল – ১০০০
ফোন: 01877724796, 01877724798, 01897984004.