‘ফোর এশিয়ান টাইগারের’ অন্যতম সদস্য হল সিঙ্গাপুর। সিঙ্গাপুরের অর্থনৈতিক অবকাঠামো সমগ্র এশিয়া জুড়েই ঈর্ষণীয়। আর  অর্থনৈতিক সমৃদ্ধির জন্যই দক্ষিণ এশিয়ায় তারা অন্যতম পর্যটন কেন্দ্র পরিণত হয়েছে। আর তাই এই ব্লগে আলোচনা করা হবে সিঙ্গাপুরের ট্যুরিস্ট ভিসা নিয়ে যাবতীয় তথ্য।

সিঙ্গাপুরের ট্যুরিস্ট ভিসার কিছু বৈশিষ্ট্য:

  • সিঙ্গাপুরের ভিসার প্রসেসিং টাইম সাধারণত সাত কার্যদিবসে সম্পন্ন হয়।
  • ভিসাটি মূলত ৩৫ দিনের জন্য বৈধ থাকে।
  • সিঙ্গাপুরের ট্যুরিস্ট ভিসা দিয়ে আপনি সর্বোচ্চ ৩০ দিন সেখানে অবস্থান করতে পারবেন।

সিঙ্গাপুরের ট্যুরিস্ট ভিসায় প্রয়োজনীয় দলিলপত্র:

ট্যুরিষ্ট ভিসার ক্ষেত্রেঃ
———————–
সাধারন কাগজ পত্র সবার জন্য প্রযোজ্যঃ
===========================

  • এক সেট ১৪এ (14A)ফর্ম সঠিক ভাবে পূরন করতে হবে।
  • নুন্যতম ৭ মাস মেয়াদী পাসপোর্ট থাকতে হবে এবং পাসপোর্টে একটি ফাকা পৃষ্ঠা থাকতে হবে।
  • আবেদন পত্রের সাথে পাসপোর্ট এ থাকা ব্যাক্তিগত তথ্যের পৃষ্ঠার ফটোকপি আবেদন পত্রের সাথে জমা দিতে হবে।
  • সদ্য তোলা ছবি ২ কপি। সাদা ব্যাকগ্রাউন্ড এবং ৩৫*৪৫ mm সাইজের ম্যাট পেপারে।
  • লেটার অফ ইন্ট্রোডাকশন (LOI) থাকতে হবে।
  • ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট (নুন্যতম ১ লক্ষ টাকা জমা থাকতে হবে) এবং ব্যাংক সলভেন্সী।
  • হোটেল বুকিং এর তথ্য ।
  • রিটার্ন এয়ার টিকেট।
  • TIN এর কপি
  • NID এর কপি

আবেদনকারী ব্যাবসায়ী হলেঃ
===================

  • নবায়নকৃত ট্রেডলাইসেন্স ইংরেজীতে ট্রান্সলেট করা ও নোটারী করা থাকতে হবে।
  • ভিসিটিং কার্ড।
  • প্রতিষ্ঠানের খালি প্যাড

আবেদনকারী চাকুরীজীবি হলেঃ
====================

  • অফিস কর্তক ছুটির অনুমোতি পত্র (NOC),
  • ভিসিটিং কার্ড
  • অফিসিয়াল পরিচয় পত্র।
  • প্রতিষ্ঠান প্যাড।
  • স্যালারী সার্টফিকেট বা পে-স্লীপ ৩ মাসের।

আবেদনকারী ছাত্র বা শিশু হলেঃ
=====================

  •  জন্ম নিবন্ধন এর কপি।
  • স্কুল এর পরিচয়পত্র।
  • ভার্সিটি এর ছাত্র হলে ডিপার্টমেন্ট এর ছাড়পত্র।

ব্যাবসায়ী ভিসার এর জন্যঃ
==================
ব্যাবসায়ীর ঊপরোক্ত সকল ডকুমেন্ট এর সাথে সিঙ্গাপুরে রেজিষ্টারকৃত কোম্পানীর স্থানীয় যোগাযোগের ঠিকানা ও প্রতিষ্ঠান এর প্রতিনিধির স্বাক্ষর করা আমন্ত্রন পত্র থাকতে হবে।

বি:দ্র: উপরে উল্লেখিত দলিপত্র ছাড়াও কন্সুলার অফিসার আরও অতিরিক্ত কাগজপত্র চাইতে পারে, যা পুরোপুরি তাদের চাহিদার উপর নির্ভর করে।

ভিসার খরচ কোন পূর্ব নোটিশ ছাড়াই বেড়ে যেতে পারে।

আপনি যদি খুব সহজেই সিঙ্গাপুরের ভিসা করতে চান, তবে ট্যুরন্তের সহায়তা নিতে পারেন। ট্যুরন্তের মাধ্যমে সিঙ্গাপুরের ভিসা প্রসেসিং করলে আপনি যে সবিধাগুলো পাবেন তার মধ্যে অন্যতম হল:

  • অভিজ্ঞ লোক দ্বারা দ্রুত ভিসা প্রসেসিং
  • বাসায় বসে ভিসা প্রসেসিং এর সুবধা
  • এবং সাধ্যের মধ্যে ঝামেলামুক্ত ভাবে ভিসা প্রসেসিং এর সুযোগ।

যদি ট্যুরন্তের মাধ্যমে আপনি যদি সিঙ্গাপুরের ভিসা প্রসেসিং করেন, তবে আপনার খরচ পরবে ৭৫০০/-

ভিসা প্রসেসিং বা এ সংক্রান্ত ব্যাপারের জন্য ফোন করুন : , 01877724798, 01877724796 নাম্বারে।

ভিসা প্রসেসিং সরাসরি করতে চাইলে আমাদে ঠিকানা: আমাদের অফিস: স্যুট – 204, 64-68, ইস্টার্ন কমার্শিয়াল কমপ্লেক্স, কমলাপুর, মতিঝিল – ১০০০