বাংলাদেশীদের জন্য থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়া ভ্রমনের ক্ষেত্রে সর্তকতা দিয়েছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়।

চলুন যেনে নেই বিস্তারিতঃ

=================

মন্ত্রনালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে , কিছু অসাধু ব্যক্তি এবং এসব দেশে গড়ে ওঠা বেশ কিছু স্ক্যাম প্রতিষ্ঠান কম্পিউটার অপারেটর, টাইপিস্ট, কলসেন্টার অপারেটরসহ বিভিন্ন পদে আকর্ষণীয় বেতনের প্রলোভন দিয়ে নিয়োগের লক্ষ্যে বিভিন্ন অনলাইন মাধ্যমে (ভুয়া ওয়েবসাইট, ইমেইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ইত্যাদি) প্রচার কার্যক্রম ও নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করছে।

এসব ক্ষেত্রে স্ক্যাম সেন্টারগুলো বিভিন্ন দেশের নাগরিকদের সঙ্গে বাংলাদেশিদেরও সুকৌশলে স্ক্যাম সেন্টারের ভেতরে নিয়ে অস্ত্রের মুখে জোরপূর্বক জিম্মি করে স্ক্যামের কাজে নিয়োজিত করছে।

ব্যাংককে বাংলাদেশ দূতাবাস , মিয়ানমার ও কম্বোডিয়ায় গড়ে ওঠা স্ক্যাম সেন্টারগুলো থেকে মুক্তিপ্রাপ্ত ও পালিয়ে আসা বেশ কিছু বাংলাদেশিকে এরই মধ্যে দেশে ফেরত পাঠাতে সক্ষম হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। এ ছাড়া এসব দেশগুলোতে সাইবার স্ক্যাম নিয়ে কাজ করছে এমন এনজিওসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে থাইল্যান্ড ও মিয়ানমারের বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রেখেছে।

বিদেশে চাকরির উদ্দেশ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের এসব দেশে কম্পিউটার পরিচালনা সংক্রান্ত চাকরির প্রস্তাব কেউ দিলে অধিকতর সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে । প্রয়োজনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা অথবা জনশক্তি, কর্মস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সংশ্লিষ্ট শাখার মাধ্যমে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় নিয়োগকারী প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য যাচাই করে নেওয়ার অনুরোধও করা হয়েছে।

এ ছাড়া, স্ক্যাম সেন্টার থেকে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডির মাধ্যমে বিভিন্ন দেশ-বিদেশে বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের টার্গেট করে আর্থিকভাবে প্রতারণা করা হচ্ছে। দেশ-বিদেশে বসবাস করা বাংলাদেশিরা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে প্রতারকদের অ্যাকাউন্টে বিনিয়োগ করলে প্রতারক চক্রটি তাৎক্ষণিকভাবে এসব লেনদেনের অ্যাকাউন্ট বন্ধের মাধ্যমে অর্থ আত্মসাৎ করে।

এ বিষয়ে দেশে-বিদেশে বসবাসরত বাংলাদেশিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে আরও বেশি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

ভ্রমন সংক্রান্ত যে কোন কিছু জানতে যোগাযোগ করুন আমাদের সাথে।

📄আমাদের ফেসবুক পেজের ঠিকানা :-
web.facebook.com/tourontobd/
👥আমাদের সকল ইভেন্ট দেখতে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপে :-
web.facebook.com/groups/tourontotravellers/

📢 ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে কল করতে পারেন: 01877724796, 0189798400, 01877724798

🏠 ২০৪ ( লিফটের ২), ৬৪-৬৮ ইস্টার্ন কমার্শিয়াল কমপ্লেক্স, কমলাপুর, মতিঝিল, ঢাকা – ১০০০।

আমাদের সেবা সমূহঃ
=============
💼 কর্পোরেট ট্যুর 👥 গ্রুপ ট্যুর
👪 ফ্যামিলি ট্যুর 🏢 কাষ্টমাইজ ট্যুর
⌛ ডে আউট ট্যুর 🚌 বাস টিকেট
🚢 শীপ টিকেট ✈ এয়ার টিকেট
📁 ভিসা প্রসেসিং ( ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই সহ আরো অনেক)
🚂 ভারতীয় অভ্যন্তরীন রেল টিকেট
🏨 হোটেল বা রিসোর্ট বুকিং
🧳 ট্রাভেল গিয়ার সহ ভ্রমনের সকল সমাধান।