দীর্ঘ ২ বছর করোনার ( Covid-19)জন্য বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকার পর গত মার্চ মাস থেকে সে অপেক্ষার অবসান ঘটেছে। এখন থেকে রেগুলার ভারতীয় ভিসা সেন্টার থেকে আপনি ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন।
আপনার ট্যুরিস্ট ভিসা আবেদন করতে যা যা প্রয়োজনঃ
১/ আপনার ছবির সফটকপি।
২/ পাসপোর্ট এর সফটকপি।
৩/ এন আই ডি এর সফটকপি।
৪/ আপনার ইউটিলিটি বিলের সফটকপি।
৫/ আপনার জব/ব্যাবসার ডিটেইলসঃ ডেজিগনেশন।
৬/ মোবাইল+ মেইল এড্রেস।
৭/ পুরোনো পাসপোর্ট এর সফট কপি।
৮/ আপনার এর আগে যদি ইন্ডিয়ান ভিসা থেকে থাকে তার সফট কপি।
৯/ ইন্ডিয়া ছাড়া যদি অন্য কোন দেশের ভিসা যদি থাকে তার সফট কপি।
১০/ ডলার এন্ড্রোসমেন্ট/ ব্যাংক স্টেটমেন্ট
*** ভিসা ফিঃ ৮০০ টাকা।
আর আপনার নিশ্চিত আর নির্ভাবনায় ট্যুর হতে পারে শুধুমাত্র আপনার ভিসার ফাইলটা সঠিকভাবে পূরণের জন্য।
#ইন্ডিয়া_ভিসা_প্রসেসিং_করুন_ট্যুরন্তের_মাধ্যমেঃ
গ্রাহকদের কথা চিন্তা করে ট্যুরন্ত ট্রাভেলার্স ইন্ডিয়ার টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় ফাইল প্রসেসিং এর কাজ করে থাকে।
★ ভিসা ফাইল প্রসেসিং এর আওতায় থাকবেঃ
✔️ কনসালটেন্সি।
✔️ নির্ভুল এপ্লিকেশন ফাইল রেডি করে দেওয়া।
✔️ ভিসা ফি জমা দেওয়া।
✔️ ছবি প্রসেসিং এবং ইন্ডিয়ার তথ্যাদি দিয়ে ফর্ম ফিলাপ।
★ভিসা প্রসেসিং ফি ১২৫০ টাকা ( ভিসা চার্জসহ)
Office Address: 204 (Lift-2), Eastern Commercial Complex, Kamlapur, Dhaka-1000.
Contact: 01877724796, 01877724798, 01511082947
নোট: ভিসা ফাইল রেডি হয়ে গেলে নিজ নিজ ফাইল সরাসরি যমুনা ফিউচার পার্কে গিয়ে জমা দেবেন। মনে রাখবেন একজনের ফাইল আরেকজন জমা দিতে পারে না।
#indian_visa #tour #sikim #kasmir #meghaloy
#kalkata #india #visa
Comment (0)