আমাদের পাশের দেশ ভারতে ভ্রমনের জন্য সাধারনত আমদের বেশিরভাগ পর্যটক স্থলবন্দর ব্যবহার করে থাকে। কিন্তু সমস্যায় পরতে হয় বন্দর (র্পোট) নিয়ে।

আমাদের দেশ থেকে ভারতে প্রবেশের যে স্থল বন্দর গুলো রয়েছে সেগুলো হলঃ

নাম বাংলাদেশে আবস্থান ভারতে অবস্থান
বাংলাবান্ধা স্থল বন্দর তেঁতুলিয়া,পঞ্চগড় ফুলবাড়ি,দার্জিলিং
বেনাপোল স্থল বন্দর শারশা,যশোর বনগাঁ,উত্তর চব্বিশ পরগনা
হিলি স্থল বন্দর হাকিমপুর,দিনাজপুর হিলি,দক্ষিণ দিনাজপুর
নাকুগাঁও স্থল বন্দর নালিতাবাড়ী, শেরপুর ডালু, তুরা মেঘালয়
ভোমরা স্থল বন্দর সাতক্ষীরা সদর,সাতক্ষীরা বসিরহাট,উত্তর চব্বিশ পরগনা
সোনামসজিদ স্থল বন্দর শিবগঞ্জ,চাঁপাইনবাবগঞ্জ মাহাদিপুর,মালদা
বিবির বাজার স্থল বন্দর কুমিল্লা সদর,কুমিল্লা আগরতলা
বিরল স্থল বন্দর বিরল,দিনাজপুর রধিকাপুর , উত্তর দিনাজপুর
হালুয়াঘাট স্থল বন্দর হালুয়াঘাট,ময়মনসিংহ থুরা
আখাউড়া স্থল বন্দর আখাউড়া,ব্রাম্মণবাড়িয়া আগরতলা
বুড়িমারী স্থলবন্দর পাট গ্রাম,লালমনিহাট মেখালিগঞ্জ, কোচবিহার
দর্শনা স্থল বন্দর দামুরহুদা,চুয়াডাঙ্গা গেদে,নদীয়া
তামাবিল স্থল বন্দর গোয়াইনঘাট,সিলেট ডাওকি,পশ্চিম জয়ন্তিয়া পাহাড়,মেঘালয়
সোনাহাট স্থলবন্দর ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম গোলকগঞ্জ, আসাম
ভোলাগঞ্জ স্থলবন্দর ভোলাগঞ্জ,সিলেট ভোলাগঞ্জ,উমসাও, মেঘালয় (সর্বশেষ স্থল বন্দর(২৪ তম))

 

এসকল বন্দর গুলোর মধ্যে ভারত ভ্রমনের জন্য সব চেয়ে বেশি ব্যবহার হয়ঃ

বাংলাবান্ধা স্থল বন্দর,

বুড়িমারী স্থলবন্দর,

হিলি স্থল বন্দর,

বেনাপোল স্থল বন্দর,

তামাবিল স্থল বন্দর ইত্যাদি। 

যেহেতু ভারতে আলাদা আলাদা প্রদেশ রয়েছে। এক একটি প্রদেশের নিয়ম কানুন ও আলাদা। তাই ভারতে প্রবেশের জন্য পর্যটকদের তাদের ভিসায় কোন স্থলবন্দর ব্যবহার করবেন সেটা উল্লেখ থাকতে হবে এবং প্রবেশ বা বাহির হবার জন্য উল্লেখিত স্থলবন্দরই ব্যবহার করতে হবে।

তাই ইন্ডিয়ান হাই কমিশন এর র্নিদেশ অনুযায়ী যে স্থল বন্দর ব্যবহার করবেন তা ভিসায় উল্লেখ থাকা এবং সেই স্থল বন্দর ব্যবহার করার কথা বলা হয়েছে। 

তবে পর্যটকদের নিরাশ হবার কোন কারন নেই । ইন্ডিয়ান হাই কমিশন  ভিসায় স্থলবন্দর যোগ করার ব্যবস্থাও রেখেছে। পর্যটক চাইলে তার ভিসায় অন্যান্য স্থলবন্দর যোগ করতে পারবেন।

ইন্ডিয়ান হাই কমিশন র্নিদিষ্ট ফর্ম ফিলাপ করে চাইলে  পর্যটক তার স্থলবন্দর যোগ করতে পারবেন।

তাই পর্যটকদের কে তাদের ভ্রমনের সকল সু-ব্যবস্থা করার জন্য বাংলাদেশ ও ভারত সব সময় কাজ করে যাচ্ছে।

এই দুই দেশের পর্যটনকেন্দ্র ও পর্যটকদের ভ্রমন কে আরও সহজ করতে এবং বিশ্বের কাছে তুলে ধরতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও গ্রুপ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এ সকল প্রতিষ্ঠান বিভিন্ন প্যাকেজ, হোটেল ও রির্সোট বুকিং, বাস ও প্লেনের টিকেট বুকিং  সহ সকল ধরনের  সেবা প্রদান করছে।

আশা করা যায় ভবিষতে এই দুই দেশের পর্যটন কেন্দ্রগুলো বিশ্বের দরবারে মাইল ফলক হিসাবে কাজ করবে।

 

ভিসা সংক্রান্ত যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন “ট্যুরন্ত ট্রাভের্লাস গ্রুপ” এর সাথে।

নিয়মিত ইভেন্ট সম্পর্কে জানতে আমাদের ফেইজবুক পেইজ এবং ফেইজবুক গ্রুপে জয়েন করতে পারেন-

পেইজ – https://www.facebook.com/tourontobd

গ্রুপ – https://www.facebook.com/groups/tourontotravellers

আমাদের সেবা সমূহঃ

আমাদের অন্যান্য সার্ভিস সমূহঃ
✅ কর্পোরেট ট্যুর                       ✅ প্যাকেজ ট্যুর                ✅ গ্রুপ ট্যুর                    ✅ভিসা প্রসেসিং

✅এয়ার/ বাস/ শিপ টিকিট      ✅ হোটেল বুকিং                ✅ ট্রাভেল গিয়ার

📞 বুকিং অথবা যেকেনো প্রয়োজনে কল করুনঃ
01877724798, 01877724796, 01511082947

☕ আমাদের অফিসের ঠিকানাঃ
(রুম নং- ২০৪), ৬৪-৬৮, ইস্টার্ণ কমার্শিয়াল কমপ্লেক্স, কমালাপুর, মতিঝিল-১২১৭