তুরস্ক প্রাচ্য এবং ইউরোপীয় উভয় উপাদানের বিচিত্র সেটের জন্য বিখ্যাত – ঐতিহ্যবাহী তুর্কি চা থেকে রাজকীয় হাগিয়া সোফিয়া পর্যন্ত। এটি তার কার্পেট, হাম্মাম এবং বাজার, ইস্তাম্বুল এবং ক্যাপাডোসিয়ার মতো গন্তব্য এবং তুর্কি আনন্দ এবং বাকলাভার মতো মিষ্টি খাবারের জন্যও বিখ্যাত। তাই এই ব্লগে আলোচনা করা হবে তুরস্কের ট্যুরিস্ট ভিসা নিয়ে যাবতীয় তথ্য।

 

তুরস্কের ট্যুরিস্ট ভিসায় প্রয়োজনীয় দলিলপত্র:

১. অরজিনাল পাসপোর্ট (মিনিমাম ১ বছরের মেয়াদ থাকতে হবে)
২. ২*২ সাইজের নতুন তোলা ম্যাট প্রিন্ট ছবি ৩ কপি।
৩. লাস্ট ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট সাথে ব্যালেঞ্চ থাকতে হবে ৩-৫ লাখ টাকা।
৪.ব্যাংক সল্ভেনসি সাটিফিকেট
৫.জাতীয় পরিচয় পত্র কপি
৬.ভিজিটিং কাড
৭.চাকরি করলে অফিসের প্যাডে ছুটির আবেদন, ব্যাবসা করলে নোটারাইজড ট্রেড লাইসেন্স এবং সাথে টিন সারটিফিকেট /আয়কর সারটিফিকেট।
৮.অফিস এর আইডি কার্ড
৯.ব্যাবসা প্রতিষ্ঠান এর প্যাড এর পাতা।
১০.পরিবার নিয়ে গেলে বিয়ের নিকাহনামা এবং সারটিফিকেট নোটারী করা।

আপনি যদি খুব সহজেই তুরস্কের ট্যুরিস্ট ভিসা করতে চান, তবে ট্যুরন্তের সহায়তা নিতে পারেন। ট্যুরন্তের মাধ্যমে তুরস্কের ভিসা প্রসেসিং করলে আপনি যে সবিধাগুলো পাবেন তার মধ্যে অন্যতম হল:

  • অভিজ্ঞ লোক দ্বারা দ্রুত ভিসা প্রসেসিং
  • বাসায় বসে ভিসা প্রসেসিং এর সুবধা
  • এবং সাধ্যের মধ্যে ঝামেলামুক্ত ভাবে ভিসা প্রসেসিং এর সুযোগ।
  • যদি ট্যুরন্তের মাধ্যমে আপনি যদি তুরস্কের ট্যুরিস্ট ভিসা প্রসেসিং করেন, তবে আপনার খরচ পরবে এম্বেসি ফি সহ  ২৫৫০০/-ভিসা প্রসেসিং বা এ সংক্রান্ত ব্যাপারের জন্য ফোন করুন : 01877724796, 01877724798, 01897984004 নাম্বারে।ভিসা প্রসেসিং সরাসরি করতে চাইলে আমাদে ঠিকানা: আমাদের অফিস: স্যুট – 204, 64-68, ইস্টার্ন কমার্শিয়াল কমপ্লেক্স, কমলাপুর, মতিঝিল – ১০০০