from 0 review
8 days 7 night
Daily Tour
1 person
English
শ্রীলঙ্কা ভারত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র, যা “ইন্ডিয়ান ওশেনের মুক্তো” নামে পরিচিত। সমুদ্রতট, সবুজ পাহাড়, চা বাগান, বৌদ্ধ মন্দির ও ঐতিহাসিক স্থাপত্যের জন্য এই দেশ ভ্রমণপিপাসুদের কাছে একটি স্বপ্নের গন্তব্য
এদিন সন্ধ্যা বা রাতের ফ্ল্যাইটে আমরা ঢাকা হতে রওনা হবো শ্রীলঙ্কার উদ্দেশ্যে। যারা ইন্ডিয়া লেওভার নিয়ে আসবেন তারা এই শিডিউল অনুযায়ী এয়ার টিকেট বুক করবেন।
এদিন আমরা সরাসরি সিগারিয়া চলে যাবো, ঘুরে ফেলবো লায়নরক এবং পিদুরাংগালা। রাতে সিগারিয়া থাকবো।
ভোরে উঠে ব্রেকফাস্ট করে আমরা নুয়ারা এলিয়ার দিকে যাবো ঝর্ণা দেখতে দেখতে। সারাদিন ড্রাইভ আর ঝর্ণা দেখে রাতে নুয়ারা এলিয়ায়/এল্লায় থাকবো। ঘুরে দেখবো লেক গ্রেগরি।
এইদিন ভোরে উঠে আমরা বম্বুরা ঝর্ণায় চলে যাবো, সেখান থেকে এল্লায়। সারাদিন এল্লায় রিলাক্স আর বিভিন্ন জায়গা ঘুরবো যার মধ্যে আছে বিখ্যাত নাইন আর্চ ব্রিজ। বিকেলটা লিটিল অ্যাডামস পিকে কাটাবো। রাত্রি যাপন এল্লা।
এইদিন সকালে উঠে আমরা রওনা হবো বিখ্যাত রাভানা ঝর্ণায়। সারাদিন ড্রাইভ আর ঝর্ণা দেখে চলে আসবো শ্রীলংকার ফেমাস হানিমুন ডেস্টিনেশন সমুদ্রতীরের মিরিশ্যা তে।
একদম ভোরে উঠে আমরা চলে যাবো সিক্রেট বিচ, এরপরে ঘুরতে যাব কোকোনাট হিল এবং প্যারট রক। কেউ চাইলে এখানে স্নোরকেলিং কিংবা স্কুবা ডাইভিং ও দিতে পারবেন। এর পরে চলে যাবো শ্রীলঙ্কার বিখ্যাত সিটি গল- ঘুরে দেখবো সাড়ে চারশো বছররের পুরাতন পর্তুগিজ দূর্গে। সেখান থেকে আমরা চলে হিক্কাদুয়া এবং সেখানেই রাত্রি যাপন।
এই দিন আমরা সকালে সমুদ্রে গোসল করে রিলাক্স ভাবে চলে যাবো কলম্বোতে, বিকেলে ঘুরে দেখবো গাল ফেস এবং কলম্বো বিচ, সন্ধ্যায় শপিং করতে সময় পাবেন। সন্ধ্যায় ট্রিপের পরিসমাপ্তি, এরপরে এয়ারপোর্টের দিকে চলে যাবো যার যার ফ্লাইট অনুযায়ী।
Leave a Reply