from 0 review
3 Nights 2 Days
Specific Tour
20 people
Bengali, English
সোনাদিয়া দ্বীপে ক্যাম্পিং হলো নির্জন সমুদ্র, সাদা বালুর বিচ ও তারাভরা রাতের এক অনন্য ভ্রমণ অভিজ্ঞতা। শহরের কোলাহল থেকে দূরে এই দ্বীপে প্রকৃতি আপনাকে স্বাগত জানায় তার নিঃশব্দ সৌন্দর্যে। নোনামাখা বাতাস, ঢেউয়ের মৃদু শব্দ ও প্রশান্ত পরিবেশ মানসিক প্রশান্তি এনে দেয়।
![]()
ভ্রমণকালঃ
============
ভ্রমনের সময়সীমা: ৩ রাত ২ দিন
যাত্রা শুরু: ঢাকা থেকে।
যাত্রা শেষ: ঢাকাতে।
সদস্য সংখ্যা: ২০ জন।
(কেউ এসি বাসে যাওয়া আসা করতে চাইলে এসি বাসের বাড়তি ভাড়া বাবদ বাড়তি টাকা যোগ হবে)
Room-204, 64-68 Eastern Commercial complex, Lift-2, Kamlapur, Motijheel, Dhaka-1000
সকালে কক্সবাজার শহরে নাস্তা করে সোনাদিয়া দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবো। বীচে পৌঁছে সকলের তাবু বুঝে কিছু সময় বিচে ঝাঁপাঝাপি করে দুপুরের খাবার খেয়ে বিকালটা বিচে কাটাবো। তারপর সন্ধায় ক্যাম্পফায়ার এবং বারবিকিউ করে রাতের ডিনার শেষ করে রাত্রি যাপন করবো।
ভোরে উঠে সূর্যদ্বয় দেখে নাস্তা করে কিছু সময় বিচে গোসল করে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে কক্সবাজারে উদ্দেশ্যে যাত্রা করবো এবং কক্সে এসে বিচে কিছু সময় কাটিয়ে রাতের খাবার খেয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবো।
(কেউ চাইলে এবং ছুটি থাকলে আরো একরাত বাড়তি থাকতে পারবেন)
Leave a Reply