from 0 review
3 Days 4 Nights
Specific Tour
Unlimited
Bengali, English
রাত ৭.০০ টায় ফকিরাপুল থেকে বাসে চেপে কক্সবাজারের উদ্যেশ্যে রওনা হব।
ভোরে কক্সবাজার পৌঁছে ফজর নামাজ পড়ে কক্সবাজার সমুদ্র সৈকতে কিছুক্ষন ঘুরে সকালের নাস্তা করে জেটির উদ্যেশ্যে রওনা দিব। জেটি পৌছে জাহাজে উঠেই নিজ নিজ সিটে বসে পরবো। সমুদ্রের নীলজলের সৌন্দর্য উপভোগ করতে করতে সেন্টমার্টিন পৌছে যাবো। সেন্টমার্টিন পৌঁছেই আমরা হোটেলে ব্যাগ রেখে চলে যাবো সমুদ্রে। সেখানে দুপুর ২টা পর্যন্ত থেকে ২.৩০এর মধ্যে সবাই হোটেলে গিয়ে দুপুরের খাবার খেয়ে নিবো। এরপর বিকেলে সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিম পাড়ে বসে সূর্যাস্ত দেখবো। সন্ধ্যায় যার যার মত জাহাজ ঘাট অথবা পূর্ব বীচে অথবা পশ্চিমে ঘুরে বেড়াবে। রাতে নির্দিষ্ট রেস্টুরেন্টে ডিনার শেষ করব। খাবার শেষে আবার চাইলে আমরা বীচে আসতে পারবো।
সকাল ৮.৩০ এ আমরা সবাই নাস্তা সেরে নিজেদের মত ছেঁড়াদ্বীপ ঘুরে আসবো। ছেঁড়াদ্বীপ ঘুরে দুপুরের মধ্যে হোটেলে ফিরবো। তারপর সবাই ফ্রেশ হয়ে লাঞ্চ করব। ১০টায় আমরা আবার সবাই একত্র হয়ে বার বি কিউ করব।আর এর মাঝেই চলতে থাকবে আড্ডাবাজি।
সকালের নাস্তা করে সবাই নিজ নিজ মত সমুদ্রে গোসল শেষে রুমে এসে নোনা ত্যাগ করে রুম চেক আউটের প্রস্তুতি নিবে। ১১টায় রুম চেক আউট করেফেলতে হবে। ২টার আগেই আমরা লাঞ্চ করে নিবো কারণ আমরা ৩ টার জাহাজে করে আবার ইনানী ফিরবো।এরপর কক্সবাজার থেকে ঢাকার বাসে উঠে ট্যুরের ইতি টানব।
Leave a Reply