from ৳ 0.00
Book Now

লাংলোক ঝর্ণায় টিম ট্যুরন্ত

Not Rated

Duration

3days 4 nights

Tour Type

Specific Tour

Group Size

1 person

Languages

English

Overview

লাংলোক ঝর্ণা বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাঙামাটি পার্বত্য অঞ্চলের এক মনোমুগ্ধকর প্রাকৃতিক ঝর্ণা। পাহাড়ের বুক চিরে নেমে আসা স্বচ্ছ ঠান্ডা পানির ধারা, চারপাশে সবুজ পাহাড় ও ঘন বনজঙ্গল—সব মিলে এটি প্রকৃতিপ্রেমীদের জন্য এক অপূর্ব গন্তব্য। বর্ষাকালে ঝর্ণার সৌন্দর্য আরও বেড়ে যায়, তখন এর পানির প্রবাহ হয় প্রচণ্ড ও মনোরম। অ্যাডভেঞ্চারপ্রেমী ভ্রমণকারীদের জন্য লাংলোক ঝর্ণা শুধু নয়নাভিরাম দৃশ্যই নয়, বরং ট্রেকিং ও প্রকৃতির সান্নিধ্যের অসাধারণ অভিজ্ঞতাও এনে দেয়

📄আমাদের ফেসবুক পেজের ঠিকানা :-
web.facebook.com/tourontobd/
👥আমাদের সকল ইভেন্ট দেখতে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপে :-
web.facebook.com/groups/tourontotravellers/
👨‍🔧👨‍🔧আমাদের সাথে কেন ভ্রমণ করবেনঃ
==========================
➡ আমাদের পরিচালনা টিমে রয়েছে দক্ষ ট্যুর পরিচালক যার জন্য আপনার প্রতিটা ট্যুর নিশ্চিন্তে ঘুরে আসতে পারেন
➡ ট্যুরন্ত সব সময়ই সার্ভিসে বিশ্বাসী তাই আপনার সার্ভিসের গ্যারান্টি ট্যুরন্ত নিজেই দিয়ে থাকে
➡ ট্যুরন্ত সিকিউরিটি নিয়ে কখনোই কম্প্রোমাইজ করে না। তাই পরিবার নিয়ে নিশ্চিন্তে ভ্রমণ করতে পারেন।
🚀🚀ভ্রমণকালঃ
============
যাত্রা শুরুঃ ২৮ শে আগস্ট ২০২৫ রাতে
ইভেন্ট ফি:
৮,৮৫০/- টাকা (প্রতি জন)
★কেউ এসি বাসে যাওয়া আসা করতে চাইলে অবশ্যই আমাদের আগে জানাতে হবে সেক্ষেত্রে জনপ্রতি ১৯০০/- টাকা এক্সট্রা দিতে হবে।
🔊🔊বুকিং সিস্টেম
*********************
পুরোপুরি কনফার্ম থাকলে ইভেন্ ফি বাবদ ৳ ৪০০০টাকা (অফেরত যোগ্য) অগ্রীম প্রদান করতে হবে। ইভেন্টের ৭ দিন পুর্বে সকল এমাউন্ট দিয়ে দিতে হবে।
ℹℹ যেভাবে বুকিং করতে পারবেন :
===================
১। বিকাশ/নগদ/রকেটঃ 01877724798(পারসনাল),
২। Bank একাউন্টঃ
City Bank
একাউন্টঃTouronto Travelers Group
একাউন্ট নাম্বার: 1503372100001
একাউন্ট ব্রাঞ্চঃ Principle Branch
৩। রয়েছে ২8টি ব্যাংকের ক্রেডিট কার্ডের EMI সুবিধা।
উপরের যেকোনটিতে পেমেন্ট করে 01877724798 নাম্বারে কল করে পেমেন্ট কনফার্ম করবেন।
আপনি সরাসরি অথবা বিকাশে টাকা জমা দিতে পারবেন ।মৌখিক বুকিং গ্রহনযোগ্য নয় । অবশ্যই বুকিং মানিতে কনফার্ম নিশ্চিত করতে হবে ।
✔সরাসরি দিতে :-
🏠 ২০৪ ( লিফটের ২), ৬৪-৬৮ ইস্টার্ন কমার্শিয়াল কমপ্লেক্স, কমলাপুর, মতিঝিল, ঢাকা – ১০০০।
View More

HIGHLIGHTS

  • 👁‍🗨👁‍🗨 যা যা দেখবোঃ
  • ================
  • 👁‍🗨 ছাউদাং পাড়া
  • 👁‍🗨 রয়নদক ঝর্ণা
  • 👁‍🗨 শৈংগং ঝর্ণা
  • 👁‍🗨 আলুটিলা গুহা
  • 👁‍🗨 লাংলোক ঝর্ণা
  • 👁‍🗨 বড় পাথর তিন্দু
  • 👁‍🗨 কুমারী ঝর্ণা
  • 👁‍🗨 চিম্বুক পাহাড়

Itinerary

০০ দিনঃ

ঢাকা থেকে রাতের নন-এসি বাসে যাত্রা।

১ম দিনঃ

ভোরের আলোয় পাহাড়ি বিশুদ্ধ হাওয়া শ্বাসে ভরে নাস্তা সেরে নেবো। তারপর চান্দের গাড়িতে আলিকদম হয়ে পৌঁছে যাবো ওয়াইজংশনে। এখান থেকেই শুরু আমাদের আসল অভিযান — প্রায় আড়াই ঘণ্টা খাড়া পথে নামতে নামতে দেখা মিলবে অপূর্ব পাহাড়ি দৃশ্যের।
নিচে নামলেই তিন্দু, সেখান থেকে নৌকায় ভেসে চলা বাঘেরমুখ পর্যন্ত। বাঘেরমুখে নেমে আবার শুরু হবে পাহাড়ি পথে হাঁটা, পা রাখলেই যেন অন্য এক জগতে প্রবেশ।
রাত ৮/৯ টায় পৌঁছে যাবো ছাউদাং পাড়ায় — রাতের আড্ডা, পাহাড়ি নীরবতা আর তারাভরা আকাশের নিচে রাত কাটানোর অভিজ্ঞতা এককথায় অবিস্মরণীয়।

০২ দিনঃ

সকালের নাস্তা শেষ করেই রওনা দেবো রয়নদক ঝর্ণার পথে। প্রায় ৪–৫ ঘণ্টার ট্রেকিং — পথজুড়ে থাকবে কুলুকুলু পাহাড়ি ঝিরি আর বাতাশে দোল খাওয়া জুম, একদম সবুজের সমারোহ আর দূরের ঝর্ণার গর্জন।
বিকেলে ফিরে আবার ছাউদাং পাড়ার শান্ত পরিবেশে সন্ধ্যা কাটানো, আরেকটি স্মৃতিময় রাত আমাদের জন্য অপেক্ষা করছে।

০৩ দিনঃ

ভোরের শীতল বাতাসে জাগিয়ে তুলবে শৈংগং ঝর্ণা ভ্রমণের ডাক। সকালে ঝর্ণার স্বচ্ছ ঠান্ডা পানির ধারা উপভোগ করে ফিরতি পথে লাংলুক ঝর্ণা ঘুরে দেখা।
এরপর থানচি হয়ে বান্দরবান শহরে ফেরা। পথে চিম্বুক পাহাড়ে ছোট্ট এক বিরতি — চায়ের কাপে চুমুক দিতে দিতে উপভোগ করবো পাহাড়ের ওপর থেকে অসাধারণ দৃশ্য।
রাতের খাবার শেষে রাতের বাসে ঢাকা ফেরার যাত্রা শুরু।

০৪ দিনঃ

ভোরের আলো ফোটার সাথে সাথেই ঢাকা পৌঁছানো — হাতে থাকবে পাহাড়ি স্মৃতি, মন ভরে যাবে নতুন অভিজ্ঞতায়।

Included/Excluded

  • 📌 প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত ঃ
  • ☑ ঢাকা–বান্দরবান–ঢাকা নন-এসি বাস টিকেট
  • ☑প্রতিদিন ৩ বেলা খাবার
  • ☑ নৌকা ও চান্দের গাড়ি/বাস ভাড়া
  • ☑✔ গাইড খরচ
  • 📕📕যা যা অন্তর্ভুক্ত নাঃ
  • ================
  • 🚫 যেকোন ধরনের ব্যাক্তিগত খরচ।
  • 🚫 শপিং ।
  • 🚫 পার্সোনাল মেডিসিন।
  • 🚫 হাইওয়ের বিরতিতে খাবার ।
  • 🎒 যা সাথে নেবেন
  • ✔জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
  • ✔ট্রেকিং শু (পাতলা ও হালকা)
  • ✔মশা নিরোধক (অডোমস) ও ম্যালেরিয়া প্রতিষেধক
  • ✔গামছা, সোলার লাইট, টর্চ, সানগ্লাস, হ্যাট, সান ক্রিম
  • ✔প্রয়োজনীয় ওষুধ, ক্যামেরা ও পাওয়ার ব্যাংক)
  • ✔রেইন কোট বা পলিথিন (বৃষ্টির জন্য)

Durations

4 Nights 3 Days

Tour's Location

FAQs

🎒 যা সাথে নেবেন
✔জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
✔ট্রেকিং শু (পাতলা ও হালকা)
✔মশা নিরোধক (অডোমস) ও ম্যালেরিয়া প্রতিষেধক
✔গামছা, সোলার লাইট, টর্চ, সানগ্লাস, হ্যাট, সান ক্রিম
✔প্রয়োজনীয় ওষুধ, ক্যামেরা ও পাওয়ার ব্যাংক)
✔রেইন কোট বা পলিথিন (বৃষ্টির জন্য)
🧑🎤🧑🎤অংশগ্রহণকালীন যা মেনে চলতে হবে
👁🗨 নির্দিষ্ট সময়ে ইভেন্ট ফি পরিশোধ করতে হবে।
👁🗨 নির্দিস্ট গেস্ট মেম্বার না হলে লোকাল গাইড দিয়ে ট্যুর পরিচালনা করা হবে।
👁🗨 নিজস্ব কারনে ট্রিপ কেন্সেল হলে মেইন ইভেন্ট ফি দিতে বাধ্য থাকবেন।
👁🗨 সিংগেল মেয়ে বা ছেলে বুকিং এর ক্ষেত্রে আর যদি সিঙ্গেল কেউ না থাকে অবশ্যই রুম ভারা বাবদ অতিরিক্ত খরচ নিজেকেই বহন করতে হবে।
👁🗨 হোটেলে নিজের প্রয়জনে যেকেনো ইমিনিটিস ব্যাবহারে অতিরিক্ত খরচ আপনাকে অবশ্যই করতে হবে। মোটকথা হোটেল অতিরিক্ত বিল করতে পারে সকল কিছুরবিল আপনাকেই বহণ করতে হবে।
👁🗨 নিজের লাগেজ নিজেকে বহন করতে হবে। এ বাবদ যদি অতিরিক্ত টিপস নিজ হাতে দিয়ে দিতে হবে।
👁🗨 ট্যুর চলাকালীন নিজেদের দেরি করার কারনে নির্দিস্ট সময়ে স্পট কাভার করতে না পারলে কর্তপক্ষ দায়ভার নিবে না।
👁🗨 ইভেন্টে কোন ধরনের মাদকদ্রব্য সেবন/বহন করা যাবে না।
👁🗨 ট্যুরে কোন ধরনের এক্সিডেন্টাল কিছু হলে এটা সম্পূর্ন দায়ভার নিজেদের নিতে হবে।
👁🗨 ভ্রমন চলাকালিন যেকোন সমস্যা/দুর্ঘটনা হলে, অংশগ্রহনকারী সকলে মিলে সমাধানের চেষ্টা করা হবে যেমনটা একটি পরিবারের ভ্রমণের ক্ষেত্রে হয়ে থাকে।
👁🗨 সকল নিয়ম কানুন অবশ্যই মেনে চলার দৃষ্টিভঙ্গি নিয়েই অংশগ্রহন করতে হবে।
👁🗨 দলছাড়া হয়ে ঘুরাফেরা করা যাবে না। বিশেষ প্রয়োজনে দলের প্রতিনিধিকে জানিয়ে যাওয়া যেতে পারে।
👁🗨 দলের কাউকে কষ্ট দিয়ে কোন কথা বলা বা কাজ করা যাবে না।
👁🗨 সম্পূর্ন ইভেন্ট বিবরন ও বিস্তারিত পড়ে অংশগ্রহন করতে হবে।
📢📢বিঃদ্রঃ - আবহাওয়া, প্রাকৃতিক বা এক্সিডেন্টাল কারনে যদি আমাদের আইটিনারির কোন পরিবর্তন ঘটে, এবং তাহার ফলে যদি আলাদা খরচ যুক্ত হয় তবে সবাইকে উক্ত খরচ সমানভাবে বহন করতে হবে ।
আমাদের ট্যুরের ক্যান্সেল পলিসিঃ
বুকিং মানি টোটালি অফেরতযযোগ্য। কারন আপনার বুকিং মানির উপরই বাসের টিকিট, হোটেল রিসর্ট, লোকাল ট্রান্সপর্ট, গাইড সব কিছু এডভান্স করা হয়।
কেউ যদি না যেতে পারেন সেক্ষেত্রে তার রিপ্লেসমেন্ট তাকেই মেনেজ করতে হবে। গ্রুপ থেকে অবশ্যই চেস্টা করা হবে তার রিপ্লেসমেন্টের যদি মেনেজ হয়ে যায় সেক্ষেত্রে আর এক্সট্রা পেমেন্ট করতে হবেনা।
যদি প্রাকৃতিক দুর্যোগ বা খারাপ আবহাওয়ার জন্য ট্যুর কেন্সেল হয় সেক্ষেত্রে ট্যুরের বুকিং মানি থেকে যা যা খরচ বা রিটার্ন হবে সেটা ফেরত দিয়ে দেয়া হবে।
আর কেউ যেতে না পারলে অবশ্যই বাকি যে টাকা আসে সেটা গ্রুপ এডমিন জানিয়ে দিবে এবং তা পরিশোধ করতে হবে।
আমাদের সেবা সমূহঃ
💼 কর্পোরেট ট্যুর
👥 গ্রুপ ট্যুর
👪 ফ্যামিলি ট্যুর
🏢 কাষ্টমাইজ ট্যুর
⌛ ডে আউট ট্যুর
🚌 বাস টিকেট
🚢 শীপ টিকেট
✈ এয়ার টিকেট
📁 ভিসা প্রসেসিং ( ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই সহ আরো অনেক)
🚂 ভারতীয় অভ্যন্তরীন রেল টিকেট
🏨 হোটেল বা রিসোর্ট বুকিং
🧳 ট্রাভেল গিয়ার সহ ভ্রমনের সকল সমাধান।
*****নির্দিষ্ট ইভেন্ট বাদেও যে কোন সময় গ্রুপ ট্যুর ,স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,অফিস ইত্যাদি যে কোন প্রতিষ্ঠানের কর্পোরেট ট্যুরের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ।
আশাকরি আপনি ইভেন্ট টি পড়েছেন এবং সবকিছু জেনেশুনে বুঝে আমাদের সাথে যাবেন।
📢 ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে কল করতে পারেন: 01897984004, 01897984005, 01897984006

Reviews

0/5
Not Rated
Based on 0 review
Excellent
0
Very Good
0
Average
0
Poor
0
Terrible
0
Showing 1 - 0 of 0 in total

Write a review

from ৳ 0.00

You might also like