from 1 review
5 Days 4 Nights
Daily Tour
Unlimited
Bengali, English
ঢাকা বিমান বন্দর থেকে আমাদের যার যার ফ্লাইট টাইম অনুযায়ী নেপালের উদ্দেশ্যে রওনা করবো। নেপাল ইমিগ্রশন এর সকল কার্যক্রম শেষ করে আমাদের রিজার্ভ গাড়ী নিয়ে যাবেন আমাদের নাংগোরকোট এর উদ্দেশ্যে। নাংগোরকোটে পৌছে আমরা হোটেলে চেক ইন করে নিবো। এরপর নাংগোরকোট এর আশে পাশে ঘুরে দেখবো।
হোটেল থেকে আমাদের সূর্যোদয় দেখা যাবে। সে এক অসাধারন দৃশ্য। তারপর সকালে নাস্তা করে বেরিয়ে পরবো পোখারার উদ্দেশ্যে। রাস্তায় আমরা বেশি স্থান দেখতে দেখতে যাবো যেমন চন্দ্রগিরি পর্বত এর চূড়া থেকে পর্বতের অসাধাওরন দৃশ্য দেখবো চাইলে নিজ খরচে প্যারাগ্লাইডিং, কেবল কার ইত্যাদি করতে পারবেন। আরো বেশ কিছু দর্শনীয় স্থান দেখতে দেখতে পৌছে যাবো পোখারাতে। হোটেলে চেকইন করে নিবো।
খুব ভোড়ে ঘুম থেকে উঠে চলে যাবো সারাংকোট। সেখান থেকে সুন্দর হিমালয় দৃশ্যের সাথে সূর্যোদয় উপভোগ করতে পারেন যার মধ্যে রয়েছে অন্নপূর্ণা রেঞ্জ, মাচাপুছরে, ধৌলাগিরি, নীলগিরি এবং কিছু অন্যান্য চূড়ার দৃশ্য। পাহাড়ের সুন্দর দৃশ্য উপভোগ করে চলে আসবো হোটেলে। ফ্রেশ হয়ে খাবার খেয়ে বেড়িয়ে পরবো ঘুরাঘুরির জন্য। মধ্যে রয়েছে - ডেভিস ফলস, গুপ্তেশোর গুহা, বিশ্ব শান্তি প্যাগোডা, এবং লেকসাইডের আশেপাশে ফেওয়া লেক ঘুরে শপিং করে হোটেলে চলে যাবো।
পোখারা থেকে হোটেল চেক আউট করে বেরিইয়ে পরবো কাঠমান্ডু এর উদ্দেশ্যে যাত্রা পথে বেশ কিছু দর্শ্নীয় স্থান দেখতে দেখতে পৌছে যাবো কাঠমান্ডুতে। হোটেলে চেকইন করে হাতে সময় থাকলে কাঠমান্ডুর আসে পাশে ঘুরে দেখবো।
আজ আমাদের বাংলাদেশের উদ্দেশেয় ফেরার পালা । হোটেল থেকে রিজার্ভ গাড়ীতে করে সবাই চলে আসবো এয়ারপোর্টে এর পর যার যার ফ্ল্যাইট টাইম অনুযায়ী বোডিং করে চলে আসবো আনেক স্মৃতি নিয়ে বাংলাদেশে।
এরই সাথে আমাদের ট্যুরের সমাপ্তি।
tlover tonet
hello!,I love your writing so a lot! percentage we keep in touch more approximately your article on AOL? I need an expert on this area to resolve my problem. Maybe that's you! Having a look ahead to look you. http://www.tlovertonet.com/