from 0 review
4 Days 3 Nights
Daily Tour
70 people
Bengali, English
ঢাকা থেকে রাত ১০ টার বাসে খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু। খুলনা পৌঁছে আমাদের নির্ধারিত লঞ্চে উঠে যাবো।
* সকলের প্রবেশ শেষ হওয়ার পর লঞ্চ যাত্রা শুরু করবে কচিখালির উদ্দেশ্যে।
সকাল বেলা নাস্তা করে কচিখালী ভ্রমণ করবো। এরপর দুপুরের খাবার খাবো। এরপর বিকেল বেলা কটকা বিচ, জেটি ঘাট, টাইগার টাওয়ার, কটকা অফিস পাড়া, টাইগার টিলা এবং বনের মধ্যে কিছুক্ষণ হাইকিং করে ফেরত আসবো। লঞ্চে ফিরে নিজেদের মতো সময় কাটিয়ে ডিনার করে যার যার কেবিনে ঘুমিয়ে পড়বো।
সকালে হিরণ পয়েন্ট ঘুরে দেখবো। এরপর চলে যাবো দুবলার চরে। দুবলার চর ঘুরে আর শুটকি কেনা শেষ করে লঞ্চে ফিরে আসবো । রাতে লঞ্চেই বারবিকিউ ডিনার।
সকাল বেলা আমরা সবাইকে নিয়ে আন্ধারমানিক/ হাড়বাড়িয়ার প্রবেশ করবো। এখানে আমরা ১-১:৩০ ঘন্টা সময় অতিবাহিত করে লঞ্চে ফিরে এসে করমজলে উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। করমজল দেখে আমরা আমরা ফিরতি পথে রওয়ানা দিবো খুলনার উদ্দেশ্যে।
* সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ লঞ্চেই পরিবেশন করা হবে।
* এরপর ঢাকার উদ্দেশ্যে রওয়ানা, ইনশাআল্লাহ আমরা রাতের মধ্যেই ঢাকায় পৌছে যাবো।
Leave a Reply