from 0 review
7 Nights 8 Days
Specific Tour
Unlimited
Bengali, English
এটি ট্যুরন্তের নিজস্ব ইভেন্ট।এবারে গন্তব্য সিঙ্গাসিঙ্গাপুর এবং মালেশিয়া ট্রিপে ট্যুরন্ত ।
ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা। আকাশপথে উড়ে পৌঁছে যাবেন সিঙ্গাপুর চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর। সেখান থেকে ইমিগ্রেশন সেরে হোটেলে চলে যাবো। হোটেলে রাতযাপন।
সকালে নাশতা শেষে ব্যাগ চেক আউট করে হাফ-ডে সিটি ট্যুর শুরু।
এই ট্যুরে আমরা পরিদর্শন করবো:
===========================
✅ মার্লিয়ন পার্ক – সিঙ্গাপুরের বিখ্যাত প্রতীক, যেখানে দুটি মার্লিয়ন ভাস্কর্য রয়েছে।
✅ চায়না টাউন – ঐতিহ্যবাহী ও আধুনিক দোকানপাটের সংমিশ্রণে এক আকর্ষণীয় স্থান।
✅ জেমস্টোন ফ্যাক্টরি ও মুস্তাফা সেন্টার – সাশ্রয়ী শপিংয়ের জন্য জনপ্রিয় জায়গা।
রাতের বাসে আজকে চলে যাবো মালেয়শিয়া।
সকাল বেলায় আমরা মালেয়শিয়া পৌছে যাবো। সোজা চলে যাবো হোটেলে । (চেক ইন টাইম ১২ টায়)। চেকইন সেরে একটু রেস্ট আর ফ্রেস হিয়ে নেব। বিকেল বেলায় বুকিত বিনতানে নাইট লাইফ ঘুরে দেখব। এর পর হোটেলে রাতযাপন।
সকালে নাস্তা শেষ করে বাসে করে চলে যাবো গ্যান্টিং হাইল্যান্ডে। সারাদিন উপভোগ করবো গ্যান্টিং হাইল্যান্ডের সোন্দর্য্য। বিকেলের মধ্যে চলে আসবো কুয়ালালাম্পুর শহরে। বিকেলে পেট্রনাস ট্যুইন টাওয়ার দেখবো। মারদেকা স্কয়ার থাকবে আমাদের ঘুরার তালিকায়।
✅ পেট্রোনাস টুইন টাওয়ার – বিশ্বের অন্যতম উঁচু টুইন টাওয়ার।
✅ মারদেকা স্কয়ার – মালয়েশিয়ার ঐতিহাসিক স্থাপনা।
বিকেলে সময় থাকলে বাতু কেভস, প্যাভিলিয়ন মল বা কুয়ালালামপুর টাওয়ার পরিদর্শন করতে পারেন।
হোটেলে রাতযাপন।
সকালে নাশতা শেষে সেন্ট্রাল মার্কেট যাবো এবং শপিং সেরে নিব এদিন সবাই । এর পর বিকেলে ফ্রি টাইম কাটাবো ।
সকালে নাশতা শেষে চেক আউট । মালয়েশিয়া থেকে সোজা শ্রীলংকা। ইমগ্রেশন শেষে আমারা গালে ফেস গ্রিন এবং কলম্বো শহর ঘুরে রাতে নিগম্ব শরে থাকব ।
ভোরে আমারা কলোম্ব এয়ারোর্ট চলে আসব । এর পর ঢাকা ।
Leave a Reply