from 0 review
3 days 2 night
Specific Tour
1 person
Bengali, English
বগালেক বাংলাদেশের অন্যতম সুন্দর ও শান্ত প্রাকৃতিক লেক, যা বান্দরবান জেলার রুমা উপজেলায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১,২০০ ফুট উঁচুতে এই লেকের অবস্থান, যা মূলত একটি আগ্নেয়গিরির ক্রেটার থেকে তৈরি হয়েছে বলে ধারণা করা হয়। পাহাড়ের বুকের ভেতর সবুজে ঘেরা এই লেকের পানি সারা বছরই নীলাভ ও স্বচ্ছ থাকে।
এখানকার প্রকৃতি একদিকে রোমাঞ্চকর আবার অন্যদিকে ভ্রমণপিপাসুদের জন্য মনোমুগ্ধকর এক অভিজ্ঞতা এনে দেয়। ভ্রমণকারীরা সাধারণত রুমা বাজার থেকে ট্রেকিং করে বা স্থানীয় বাহনের সাহায্যে বগালেক ভ্রমণ করেন। চারপাশে পাহাড়ের সারি, সবুজ বন আর পাখির কূজন একে আরও আকর্ষণীয় করে তুলেছে।
বগালেক কেবল একটি লেক নয়, বরং প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য ভান্ডার, যা বাংলাদেশের পর্যটন প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়|
ঢাকা থেকে রাতের বাসে বান্দরবনের উদ্দেশ্যে যাত্রা।
সকালে বাস থেকে নেমে নাস্তা করে চান্দের গাড়ি করে রুমার উদ্দেশ্যে রওনা। রুমা থেকে আমাদের পারমিশনের কাজ শেষ করে এবং রুমা ব্যাজার থেকে প্রয়োজনীয় কেনা কাটা করে করে বগালেক এঁর উদ্দেশ্যে রওনা। বগালেক পৌছে দুপুরের খাবার খেয়ে নিবো। রাতে থাকবো বগালেকে। বাংলাদেশের একমাত্র লেক বগালেক যেটা কিনা সুউচ্চে অবস্থিত। রাতের বেলায় এই লেকের দৃশ্য অসম্ভব সুন্দর হয় যা আসলে ভাসায় প্রকাশ করা যাবে না। তাই আমরা নিজ চোখে দেখতে যাচ্ছি।
ভোরে ঘুম থেকে উঠে দেখে ফ্রেশ হয়ে নাস্তা করে বগালেকের আসে পাশে ঘুরে দেখবো। তারপর আমাদের বান্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু রুমা এসে সময় থাকলে রিঝুক ঝর্না ঘুরে দেখবো এবং রাস্তায় বেশ কিছু ভিঊ পয়েন্ট দেখতে দেখতে বান্দরবন পৌছে যাবো। এঁর পর রাতের খাবার খেয়ে হাতে সময় থাকলে বান্দরবনের মার্কেট থেকে শপিং করে নিতে পারবেন। সর্বশেষ রাতের বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা।
ঢাকায় পৌঁছাবো ইনশাআল্লাহ।
Leave a Reply