from 0 review
2 Days 1 Night
Daily Tour
30 people
Bengali, English
৯:৩০ এর নন-এসি বাসে করে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা।
ভোর বেলা বান্দরবান পৌঁছে লোকাল ট্রান্সপোর্টে রুমা বাজারে গিয়ে সকালের নাস্তা, আর্মির অনুমতি নিয়ে চান্দের গাড়িতে করে বগালেক হয়ে কেওক্রাডংয়ের উদ্দেশ্যে যাত্রা।দার্জিলিং পাড়ায় চা বিরতি দিয়ে আবারো শুরু হবে আমাদের পথ চলা। ঐদিন দুপুরের খাবার, রাতের ডিনার। আর থাকা হবে বগালেক এর পাহাড়ি কটেজে।
বগালেকে রাত্রি যাপনের পর ভোরবেলা সুর্য দেখতে চলে যাব কেওক্রাডং এ। ওখানে দুই তিন ঘন্টা থেকে বগালেকের উদ্দেশ্যে চলে আসব। বগালেকে দুপুরের খাবার খেয়ে রুমা বাজার হয়ে বান্দরবান চলে আসব । ওখানে নিজেদের মতন সময় কাটাব। রাতে ডিনার করে বাস এ করে ঢাকার উদ্দেশ্যে রওনা।
সকাল বেলায় ঢাকায় পৌঁছাবো ইনশাআল্লাহ।
Leave a Reply