from 0 review
3 Nights 2 Days
Specific Tour
unlimited people
___
ঢাকার ফকিরাপুল / সায়দাবাদ বাস কাউন্টার থেকে রাতের নন এসি বাসে যাত্রা শুরু।
সকালে বাস থেকে নেমে আমরা চলে যাবো হোটেলে। হোটেলে সাধারণত দুপুর ১২ টার পর চেক ইন টাইম। রুম এভেলেবল থাকলে রুমে তখনই চেক ইন করবো নয়ত রেস্টুরেন্ট এর ফ্রেশরুমে ফ্রেশ হয়ে প্রথমে নাস্তা করে নিবো। এরপর চাদেরগাড়ীতে করে চলে যাবো মেঘলা পর্যটন কেন্দ্র। মেঘলা ঘুড়ে এসে হোটেলে চেক ইন করে ফ্রেস হয়ে দুপুরের খাবার খাবো। একটু রেস্ট নিয়ে দুপুরের পর চলে যাবো নীলাচল। নীলাচলে বিকাল কাটিয়ে সন্ধ্যায় ফিরে আসবো হোটেলে। এরপর ফ্রি টাইম। আড্ডা গল্প শেষে রতের খাবার খাবো।
তারিখ খুব ভোরে আমাদের যাত্রা শুরু হবে। সকালে ফ্রেশ হয়ে প্রথমে হোটেলের রুম চেক আউট করে ফ্রেশ হবার জন্য নির্ধারিত কমনরুমে সবাই লাগেজ রেখে দিবো। তারপর আমরা যাত্রা করবো নীলগিরির উদ্দেশ্যে। পথে আর্মিদের ক্যান্টিনে সকালে নাস্তা সেরে নিবো। নীলগিরিতে এক/দের ঘন্টা ঘুড়ে আমরা যাবো ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে। এরপর চিম্বুক পাহাড় ও শৈল্যপ্রপাত ঘুড়ে দুপুরে চলে আসবো হোটেলে। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিবো। এরপর সন্ধ্যা পর্যন্ত ফ্রি টাইম। চাইলে রুমে রেস্ট নিতে পারেন বা বান্দরবান শহর ঘুড়ে দেখতে পারেন নিজেদের মতো করে। বার্মিজ মার্কেট ও বাজার আছে চাইলে কিছু শপিং করে নিতে পারেন। এরপর রাতের খাবার খেয়ে রাতের বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবো।
ভোরে ঢাকায় পৌছাবো ইন শাহ আল্লাহ।
Leave a Reply