মিশরে (Egypt) অন-অ্যারাইভাল ভিসা নিতে চাইলে নতুন নিয়ম জেনে নিন! 🇪🇬✈️
বাংলাদেশি পাসপোর্টধারীরা যারা নিচের যেকোনো দেশের ভিসা ব্যবহার করেছেন এবং সেই ভিসার মেয়াদ এখনো কমপক্ষে ৬ মাস আছে, তারা মিশরের কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ভিসা নিতে পারবেন (অন-অ্যারাইভাল ভিসা)।
✅ যে দেশের ভিসা থাকলে আপনি অন-অ্যারাইভাল ভিসা পাবেন:
১. আমেরিকা (USA)
২. সেনজেন দেশ (ইউরোপ)
৩. অস্ট্রেলিয়া
৪. যুক্তরাজ্য (UK)
৫. জাপান
৬. কানাডা
৭. নিউজিল্যান্ড
🧳 আপনার সাথে যা যা থাকতে হবে:
✔️ রিটার্ন টিকিট (ফেরার টিকিট)
✔️ কমপক্ষে ৫০০০ মার্কিন ডলার ব্যাঙ্ক ব্যালেন্স(স্টেটমেন্ট)
🌍 যারা মধ্যপ্রাচ্যে (Gulf Area) থাকেন, তারাও এই সুযোগ পাবেন যদি:
✔️ তাদের কাছে কমপক্ষে ৬ মাস মেয়াদি রেসিডেন্ট কার্ড থাকে
✔️ তারা কোনো অফিসে জব (হোয়াইট কলার জব) করেন (যেমন: অফিসার, অ্যাকাউন্টেন্ট, ম্যানেজার ইত্যাদি)
💵 কায়রো বিমানবন্দরে পৌঁছানোর পর ভিসা নেওয়ার জন্য আপনাকে ২৫ ডলার ফি দিতে হবে।
📌 অনুরোধ: ভ্রমণের আগে সব নিয়ম ভালোভাবে জেনে নিন, যেন কোনো সমস্যা না হয়।
তথ্যসূত্র:
Embassy of The Arab Republic of Egypt to Dhaka-Bangladesh
আরও বিস্তারিত জানতে কল করুন- 01897984005, 01897984004, 01877724798
আমাদের অফিসের ঠিকানা- Eastern Commercial Complex, Kamlapur, Motijheel- 1000.
Comment (0)