from 0 review
5 days 6 night
Daily Tour
1 person
English
ত্রিভুবন,কাঠমান্ডু এয়ারপোর্টে নেমে নাগরকোট চলে যাব । হোটেল চেক ইন করে সূর্যাস্ত দেখব । নাগরকোটেই রাতে থাকব।
নাগরকোট সূর্য উদয় দেখে আমারা হোটেল চেক আউট করে রানি ঝুলা সাস্পেনশন ব্রিজ দেখে ভক্তপুর দরবার স্কয়ার ,এরপর #চন্দ্রগিরি কেবলকারে করে চন্দ্রগিরিতে লাঞ্চ করব । বিকেলে চলে থামেল কাঠমান্ডু চলে আসব।
ভোরে কাঠমান্ডু থেকে এসি বাসে পোখরা চলে যাবো । বিকেলে ফেওয়া লেকে বোটিং করব।
ভোরে সারংকোটে সূর্যোদয় এবং পোখরা সাইট সিনে থাকছে ডেভিস ফলস,সাসপেনশন ব্রিজ, বাদুর গুহা ইত্যাদি । সন্ধ্যায় পোখারায় শপিং এর সময় দেওয়া হবে।
রাত্রিযাপন-পোখরা।
( যারা এক্টিভিটি করবেন তারা এদিন #সারাংকোট সূর্য উদয় দেখে আমাদের সাথেই বাঞ্জি পয়েন্টে যেতে পারবেন । আর প্যারাগ্লাইডিং যারা করবেন তারা হোটেল থেকে যাবেন) ।
সকালের ব্রেকফাস্ট করে এসি বাসে কাঠমাণ্ডু চলে আসব। বিকেলে থাকবে শপিং টাইম ।
সকালে নাস্তা সেরে কাঠমান্ডু দরবার স্কয়ার ঘুরে চলে আসব। এর পর হোটেল চেক-আউট করে #মাংকি টেম্পল দেখে এয়ারপোর্ট চলে আসব । এর পর ঢাকা।
Leave a Reply