from 0 review
3 Days 4 Nights
Specific Tour
Unlimited
Bengali, English
আমরা রাতে ঢাকা থেকে বাস যোগে কক্সবাজার এর উদ্দেশ্য রওনা করবো।
কক্সবাজার পৌছে সকালের নাস্তা করে আমরা চলে যাবো ইনানী জেটি ঘাট এবং আমরা শীপে উঠে পরবো আর সেন্টমার্টিনের উদ্দেশ্য যাত্রা করবো। সেন্টমার্টিন এ পৌছে আমরা রিসোর্টে চেকইন করে লাঞ্চ করে যে যার মতো সময় কাটাবো এবং ডিনার করে রাত্রী যাপন করবো।
আজ খুব সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে আমরা চলে যাবো ছেড়াদ্বীপের উদ্দেশ্যে। ছেড়াদ্বীপ ঘুরা শেষ করে আমরা রিসোর্টে ফিরে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিবো এবং যে যার মতো করে সময় কাটাবো এবং রাতের থাকবে বার-বি-কিউ ডিনার।
আজ আমাদের ফেরার পালা। সকালে নাস্তা শেষ করে আমরা যে যার মতো করে এদিক ওদিক এবং বীচে ঘুরে সময় কাটাবো এবং ১২ টার মধ্যে রেডি হয়ে রিসোর্টে চেক আউট করে দুপুরের লাঞ্চ করে আমরা চলে যাবো সেন্টমার্টনের জেটি ঘাট তারপর শীপে করে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবো। সন্ধ্যার মধ্যে আমরা কক্সবাজার পৌছে যাবো।তারপর আমরা যে যার মতো সময় কাটিয়ে রাতের বাসে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবো সেই সাথে আমাদের ভ্রমন সমাপ্তি হবে।
নোট :- যদি জোয়ার- ভাটার কারনে শীপ কক্সবাজার পৌছাতে দেড়ি হয় আর আমরা বাস মিস করে ফেলি সেক্ষেত্রে আমরা সকলে মিলেমিশে আলোচনা করে সিদ্ধান্ত নিবো।
Leave a Reply