এটি Touronto Travelers Group এর ইভেন্ট।
যারা যাবেন কিনা সিউর না, তারা Interested এ ক্লিক করে রাখলে সব আপডেট পাবেন। আর একেবারে সিউর হয়েই Going ক্লিক করলে আমাদের জন্য সম্ভাব্য সঙ্গী সম্পর্কে ধারণা পেতে এবং পরবর্তীতে যোগাযোগ করতে সহজ হয়।
শীতের সকালে কুয়াশা ভেদ করে চলছে আপনার হাউজ বোট,গরম গরম চা কিংবা পিঠা খেতে খেতে দেখছেন দেশের অন্যতম সুন্দর নদীগুলো। মেঘালয়ের পাহাড়ের পাদদেশ থেকে সমগ্র হাওর অঞ্চল পাড়ি দিয়ে সুরমা, কালনি, ঘোড়াউত্রা, মেঘনা, শীতলক্ষ্যা, ইছামতী হয়ে পদ্মা নদীতে এসে শেষ হবে ম্যারাথন এই নৌযাত্রা।নৌযাত্রায় জেলেদের থেকে সতেজ মাছ নিয়ে ভূরিভোজন হবে চূড়ান্ত।শীতের পিঠাপুলির সাথে তরতাজা মাছের সহিত হয়ে যাবে হিম উৎসব।সুনামগঞ্জ থেকে ঢাকার পদ্মা নদী পর্যন্ত আসতে চাইলে যোগ দিতে পারেন আমাদের সাথে।
সুনামগঞ্জ থেকে যোগ দিলে ঢাকা পর্যন্তও আসতে পারেন, সময় কম থাকলে কিশোরগঞ্জ বালিখোলায় (এখানে অষ্টগ্রাম-নিকলি সড়কটা ঘুরে দেখতে পারেন), কিংবা ভৈরবে নেমে যেতে পারেন, কেউ চাইলে স্রেফ ভৈরব থেকে জয়েন করতে পারেন। লাইফ টাইম গল্প করার রসদের জন্য যোগ দিতে পারেন আমাদের এই নৌ-যাত্রায়। নৌ-যাত্রা শুরু হচ্ছে ১৩ ডিসেম্বর শুক্রবার সকালে ,সুনামগঞ্জ/সাচনা থেকে,যাত্রা শেষ হবে ১৫ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় চাইলে রাতটাও থেকে যেতে পারবেন। মোট ৩/৪ টি নৌকার নৌবহর নিয়ে আমরা রওনা দিবো।
যাত্রা শুরুঃ সুনামগঞ্জ থেকে ১৩ ই ডিসেম্বর ২০২৪।
ফেরা ঃ ১৫ ই ডিসেম্বর।
ইভেন্ট ফি :
ইনফিনিটি ভিউ ও ব্যালকনি অ্যাটাচ কেবিন
– ৪ জন ৭,০০০/- জনপ্রতি
– ৩ জন ৮,০০০/- জনপ্রতি।
– ২ জন- ৯,০০০/- জনপ্রতি
ইনফিনিটি ভিউ নন অ্যাটাচ কেবিন
– ৩ জন- ৬,৫০০/- জনপ্রতি।
– ২ জন- ৭,৫০০/- জনপ্রতি।
তাবু ৫,০০০/- জনপ্রতি
পার্শিয়াল ট্রিপে: সুনামগঞ্জ থেকে ইটনা বা ভৈরব থেকে মাওয়া ঘাট ৭,০০০/- টাকা
এর মধ্যে যা যা পাচ্ছেন: সুনামগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে তিন দিনের বোট ট্রিপ ও প্রতিদিন তিনবেলা খাবার সাথে ২ বেলা করে স্ন্যাক্স।
বুকিং সিস্টেম
*********************
পুরোপুরি কনফার্ম থাকলে ইভেন্ ফি বাবদ ৳ ৫০০০টাকা (অফেরত যোগ্য) অগ্রীম প্রদান করতে হবে।
যেভাবে বুকিং করতে পারবেন :
===================
১। বিকাশ/নগদ/রকেটঃ 01877724798 (পারসোনাল নম্বর অবশ্যই খরচ সহ পাঠাবেন)
২। Bank একাউন্টঃ
City Bank
একাউন্টঃTouronto Travelers Group
একাউন্ট নাম্বার: 1503372100001
একাউন্ট ব্রাঞ্চঃ Principle Branch
আপনি সরাসরি অথবা বিকাশে টাকা জমা দিতে পারবেন ।মৌখিক বুকিং গ্রহনযোগ্য নয় । অবশ্যই বুকিং মানিতে কনফার্ম নিশ্চিত করতে হবে ।
📎 Ticket- Transfer NoDQ14. GET >> https://telegra.ph/Bitcoin-Transfer-11-20?hs=2d93ab015e523a5cbdec9bad16cdb696& 📎
b1lfgi