from 0 review
3 Days 4 Nights
Specific Tour
Unlimited
Bengali, English
মেঘালয় স্বাগত জানায় তার বাষ্পীভূত জঙ্গল এবং মন্ত্রমুগ্ধ ক্লিফ, ছুটে আসা নদী, অনন্য সংস্কৃতি, সুস্বাদু খাবার, বাতাসে ভেসে যাওয়া উচ্চভূমি, এবং সবুজ উপত্যকা দিয়ে। সেই অপরুপ সৌন্দর্য দেখতে এবং মেঘালয়ের কোলে হারিয়ে যেতে আমরা ট্যুরন্ত যাচ্ছি মেঘালয়ে।
রাতের বাসে ঢাকা থেকে সিলেট এর উদ্দেশ্যে রওনা করবো।
সকালে সিলেটে পানশিতে নাশতা করে তামাবিল বর্ডারের উদ্দেশ্যে রওনা। রাস্তায় শ্রীপুর চা বাগান সহ বেশ কিছু চা বাগান, সাথে বেশ কিছু দর্শনীয় স্থান দেখতে দেখতে চলে যাবো বর্ডারে। বর্ডারের সক কাজ শেষ করে আমরা ভারতের পৌছে যাবো। এই দিন যা যা দেখবোঃ
👁🗨 উমক্রেম রিভার
👁🗨 উমক্রেম ফলস
👁🗨 বোরহিল ফলস
👁🗨 মাওলিং ভিলেজ (এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম)
👁🗨 লিভিং রুট ব্রিজ
👁🗨 নরয়িয়েট ভিঊ পয়েন্ট
👁🗨 মাউজিজং ভিউ পয়েন্ট
হোটেল থেকে বের হয়ে আজ যে সকল যায়গা দেখবোঃ
👁🗨 সেভেন সিষ্টার ফলস
👁🗨 মাউসুমাই কেভ
👁🗨 চেরাপুঞ্জি ইকোপার্ক
👁🗨 নোহাকালিকায় ফলস
👁🗨 ওয়াকাবা ফলস
👁🗨 মঊডক ভিঊ পয়েন্ট
👁🗨 উইসডাং ফলস
👁🗨 ডেন্থেইল ফলস
👁🗨 শিলং সিটি দেখে শপিং এর সময় দেয়া হবে।
এগুলো দেখে চলে আসবো হোটেলে
হোটেল থেকে এক বাবে চেক করে নিবো তারপর যে সকল স্পট দেখবোঃ
👁🗨 জোয়াই ভ্যালি
👁🗨 লাইটলুম দ্যা গ্রান্ড ক্যানিয়ন / ফী ফী ফলস
👁🗨 ক্রাংসুরি ওয়াটার ফলস / সোনাংপেডাং
👁🗨 পথি মধ্যে নাম না যানা বেশ কিছু ঝর্না
এগুলো দেখে বিকেল ৫ টার মধ্যে আমরা বর্ডার পার হয়ে বাংলাদেশে চলে আসবো এবং রাতের বাসে করে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবো
সকালে ঢাকা পৌছে যে যার মতো বাসায়/অফিসে চলে যাবো।
Leave a Reply