from 1,275 reviews
6500
Specific Tour
24 people
Bengali, English
ঢাকা থেকে রাত ১০টায় রওনা দিবো সুনামগঞ্জের উদ্দেশ্যে।
ভোরে সুনামগঞ্জ পৌছেই আমাদের হাউজ বোটে উঠে যাবেন। যার যার রুমে চেক ইন করে ফ্রেশ হয়ে নিবেন এবং এর মধ্যে বোট ছেড়ে ছেড়ে দেয়া হবে। সকালের নাস্তা সেরে নিবো বোটেই। সুনামগঞ্জ থেকে বোট ছেড়ে দিয়ে চারিদিকের মনোরম পরিবেশে দেখতে দেখতে চলে যাবো ওয়াচ টাওয়ার।পৌছে লাইফ জ্যাকেট পরে হাওড়ে ইচ্ছেমত দাপাদাপি, গোসল এবং কেউ চাইলে ছোট নৌকায় ঘুরতে পারেন (নিজ খরচে)। হাওড়ে ভেসে ভেসেই করবেন চা পান। দুপুরের খাবার খেয়ে চলে আমরা চলে যাবো টেকেরঘাট যার পাশেই অবস্থিত নিলাদ্রি লেক। চাইলে টেকেরঘাট থেকে বাইক/অটোতে করে চলে যেতে পারেন লাকমাছড়া সম্পূর্ন নিজ খরচে। সন্ধ্যায় আড্ডা জমবে নিলাদ্রি লেকে। এরপর চলে যাবো বোটে, নাস্তা করে ইচ্ছেমত আড্ডা, মজামাস্তি, গানবাজনা এবং রাতের খাবার শেষে নিলাদ্রির পাশেই হাওরে বোটে ঘুমিয়ে পরবো।
সকালে ঘুম থেকে উঠে টেকেরঘাট এবং নিলাদ্রি লেকের সৌন্দর্য্য আপনাকে মুগ্ধ করবে। সকালটা কাটাবো আমরা নিলাদ্রি লেকেই।
সকালের নাস্তা সেরে আমরা যাদুকাটা নদী হয়ে রওনা দিবো বারিক্কা টিলা এবং শিমুলবাগানের উদ্দেশ্যে। বারিক্কা টিলা থেকে দেখবো যাদুকাটা এবং মেঘালয়ের নয়নাভিরাম দৃশ্য। সেখান থেকেই চলে যাবো শিমুলবাগান।শিমুলবাগানে সবুজের সমারোহ দেখে ফিরে আসবো। যাদুকাটা নদীতে গোসল করবো। দুপুরের খাবার খেয়ে রওনা দিবো সুনামগঞ্জের দিকে।
সন্ধার মধ্যে সুনামগঞ্জ পৌছে যাবো। এরই সাথে আমাদের ভ্রমনের সমাপ্তি। যার যার গন্তব্যের উদ্দেশে রওনা করবেন।
Juliet