from 1 review
2 Days 3 Nights
Daily Tour
Unlimited
Bengali, English
ঢাকার ফকিরাপুল / সায়দাবাদ বাস কাউন্টার থেকে রাতের নন এসি বাসে যাত্রা শুরু।
সকালবেলা গাড়ি থেকে নেমেই চাঁদের গাড়িতে করে ( আর্মি স্কট সকাল ১০.০০-১০.৩০ টা)। সাজেকে পৌছে রিসোর্টে চেক ইন করে ফ্রেশ হয়ে বিশ্রাম করবো। তারপর বিকেলে আমরা যাবো কংলাক পাহাড়ে ঘুরে দেখার জন্য। তারপর আমরা এসে ইফতার করে নিবো। ইফতার শেষে বিশ্রাম নিয়ে আমরা চলে যাবো হ্যালিপেডে এবং নিজেদের মতো সময় কাটাবো এবং রাতে ডিনার করে রিসোর্টে রাত্রীযাপন।
সেহরি করে নামাজ পরে আমরা সকালে সাজেকের কাঙ্খিত সেই ভিউ দেখবো নিজেদের রুম থেকেই। তারপর চাইলে চলে যেতে পারেন লুসাই গ্রামে, পাহাড়ি আদিবাসীদের মতো ড্রেস পরে চাইলে ছবিও তুলতে পারেন।আমাদের হোস্ট এক্ষেত্রে আপনাদের সহযোগিতা করবে। যেখানেই যান মনে রাখতে হবে আজ আমাদের ফেরার পালা। আমরা রিসোর্টে চেক আউট করে সকাল ১০ টার আর্মি স্কটে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করবো। খাগড়াছড়ি এসে আমরা ফ্রেশ হয়ে বেড়িয়ে পরবো আলুটিলা গুহা এবং জেলা পরিষদ পার্কে ঘুরার জন্য। তারপর সন্ধ্যায় এসে ইফতার করবো। তারপর যে যার মতো সময় কাটাবো এবং রাতে ডিনার করে রাতের বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবো।
ভোরে ঢাকায় পৌছাবো ইন শাহ আল্লাহ।
drover sointeru
Hey! I just wanted to ask if you ever have any problems with hackers? My last blog (wordpress) was hacked and I ended up losing several weeks of hard work due to no data backup. Do you have any methods to protect against hackers? https://www.droversointeru.com