from 0 review
4 Days 5 Nights
Daily Tour
15 people
Bengali, English
ট্যুরন্ত যাচ্ছে পর্যটকের সব থেকে পছন্দনীয় স্থান দার্জিলিং যাকে পাহার আর মেঘের মিলন মেলা বলা চলে। যারা যেতে চান এবং কনফার্ম যাবেন। তাঁরাই শুধু গোয়িং দিবেন। আর যারা আমাদের আপডেট পেতে চান তারা ইন্টারেস্ট বাটনে ক্লিক করে সাথেই থাকুন ।
রাতের বাসে ঢাকা থেকে বুড়িমারী বর্ডারের উদ্দেশ্যে রওয়ানা হবো।
সকালে বুড়িমারী নেমে ফ্রেশ হয়ে নাস্তা করবো। এরপর দুই দেশের বর্ডারের কাজ শেষ করে শিলিগুড়ি হয়ে দার্জিলিং পৌছে যাবো। বাকী সময় দার্জিলিং শহর দেখবো।
খুব সকালে ঘুম থেকে উঠে টাইগার হিল চলে যাবো সুর্যোদয় ও কাঞ্চনজঙ্ঘা দেখতে। সেখান থেকে ফিরে নাস্তা করে দার্জিলিং এর বাকি ট্যুরিস্ট স্পট গুলো ঘুরে দেখবো । সন্ধ্যায় ফিরে এসে বাকী সময় নিজের মতো করে কাটাবো।
সকালে উঠে নাস্তা সেরে চলে যাবো কালিমপং ঘুরতে। লামাহাট্টা, তিন চুলে চা বাগান, তিস্তা ভিউ পয়েন্ট দেখে বিকাল এ দার্জিলিং ফিরে এসে যে যার মত শপিং করতে পারবেন কিংবা মুভি দেখতে পারবেন।
সকালে দার্জিলিং থেকে শিলিগুড়ি হয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবো। পথে মিরিক লেক ও নেপাল বর্ডার দেখবো।
খুব সকালে ঢাকা পৌঁছে যাবো ইনশা-আল্লাহ।
Leave a Reply