from 1 review
3 Days 2 Nights
Daily Tour
Unlimited
Bengali, English
এটি Touronto Travelers Group এর ইভেন্ট।
যারা যাবেন কিনা সিউর না, তারা Interested এ ক্লিক করে রাখলে সব আপডেট পাবেন। আর একেবারে সিউর হয়েই Going ক্লিক করলে আমাদের জন্য সম্ভাব্য সঙ্গী সম্পর্কে ধারণা পেতে এবং পরবর্তীতে যোগাযোগ করতে সহজ হয়। সাজেকে সর্বত্র মেঘ, পাহাড় আর সবুজ। এখান থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যায়। সাজেকের রুই-লুই পাড়া থেকে ট্রেকিং করে কংলাক পাহাড়-এ যাওয়া যায়। কংলাক হচ্ছে সাজেকের সর্বোচ্চ চূড়া। কংলাকে যাওয়ার পথে মিজোরাম সীমান্তের বড় বড় পাহাড়, আদিবাসীদের জীবনযাপন, চারদিকে মেঘের আনাগোনা দেখা যায়। এখানে বছরের নির্দিষ্ট সময়ে উপজাতির উৎসব অনুষ্ঠিত হয় এবং তাদের সংস্কৃতির নানা উপকরণ উপভোগ করা যায়।
আমাদের ওয়েবসাইটঃ www.tourontobd.com
আমাদের ফেসবুক পেজের ঠিকানা :-
web.facebook.com/tourontobd/আমাদের সকল ইভেন্ট দেখতে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপে :-
web.facebook.com/groups/tourontotravellers/
ঢাকার ফকিরাপুল/ সায়দাবাদ বাস কাউন্টার থেকে রাতের নন-এসি বাসে যাত্রা শুরু।
সকাল বেলায় গাড়ি থেকে নেমে নাস্তা করেই সাজেক এর উদ্দেশ্যে চান্দের গাড়িতে যাত্রা (আর্মি এসকর্ট সকাল ১০ঃ০০ - ১০ঃ৩০টা)। সাজেকে পৌঁছে রিসোর্টে চেক ইন করে নিবো যার যার রুমে ফ্রেশ হয়ে লাঞ্চ করব। তারপর বেরিয়ে পরবো কংলাক পাহাড় এর উদ্দেশ্যে সেখান থেকে সূর্যাস্ত উপভোগ করব নেমে চলে আসবো হেলিপ্যাডে নিজেদের মত করে সময় কাটাবো। রাতে BBQ Dinner করা হবে।
খুব ভোরে ঘুম থেকে উঠে কাঙ্ক্ষিত সেই সাজেকের ভিউ দেখবো নিজেদের রুম থেকেই। চাইলে খুব ভোরে উঠে চলে যেতে পারেন লুসাই গ্রামে দেখে আসতে পারেন পাহাড়ি জীবন সাথে আদিবাসীদের সাথে তাদের মত করে সেজে ছবিও তুলতে পারেন। আমাদের হোষ্ট এক্ষেত্রে আপনাদের সহযোগীতা করবেন। যেখানেই যান মনে রাখতে হবে আজকে আমাদের ফেরার পালা তাই ৮-৯ টার মধ্যে নাস্তা সেরে রিসোর্ট থেকে চেক আউট করে বেরিয়ে পরবো । সকাল ১০:৩০ - ১১.০০টার আর্মি এসকর্টে করে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা। দুপুরে শহরে এসে লাঞ্চ করে আমরা রিসাং ঝরনায় ভিজে আর আলুটিলা গুহা জয় করে ,তারেং ঘুরে এসে রাতে ডিনার করে রাতের বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব।
ভোরে ঢাকায় পৌঁছাবো ইনশাল্লাহ।
droversointeru
I like the efforts you have put in this, thanks for all the great blog posts. https://www.droversointeru.com