from 0 review
1 nights
Daily Tour
15 people
___
কেওক্রাডংঃ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯৮৬ মিটার উচ্চতায় অবস্থিত এই পাহাড়টি বান্দরবান জেলার রুমা সদর উপজেলায় বাংলাদেশ ও মায়ানমারের সীমান্ত এলাকায় অবস্থিত। ছোট বড় পাহাড়, ঘন জঙ্গল, এবং নানা ধরনের পশুপাখিতে পরিপূর্ণ এই দুর্গম এলাকাটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনি অবাক হবেন। রোমাঞ্চপ্রিয় মানুষদের কাছে কেওক্রাডং এক অন্যরকম আকর্ষণের নাম। বসন্তকালে অ্যাডভেনচারপ্রেমী বহু পর্যটক এই পাহাড়টি দেখতে আসেন। এখানকার আকর্ষণের মধ্যে রয়েছেঃ সবুজ পাহাড়ের তাক লাগানো সৌন্দর্য, ঝর্ণাধারা, আঁকাবাঁকা পাহাড়ি পথ এবং পাহাড়ের উপর থেকে মেঘের লুকোচুরি।
🚀🚀ভ্রমণকালঃ
============
যাত্রা শুরুঃ ০৭ই নভেম্বর রাত ৯:৩০
ফিরবোঃ ১০ই নভেম্বর সকাল ৬:৩০ ঢাকায় পৌঁছাবো।
Leave a Reply